
ছবি: সংগৃহীত
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের একটি লাইভ কনসার্টে জনসম্মুখে বিব্রতকর ঘটনার কয়েক দিন পর মার্কিন টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার সাবেক প্রধান নির্বাহী (সিইও) এ্যান্ডি বায়রন বড় অঙ্কের অর্থ খরচ করেছেন অ্যাডাল্ট কন্টেন্ট সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম অনলিফ্যানস (OnlyFans)-এ।
৫০ বছর বয়সী বায়রনকে একটি ভাইরাল ভিডিওতে কোম্পানির এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটকে আলিঙ্গন করতে দেখা যাওয়ার পর তিনি অ্যাস্ট্রোনমা থেকে পদত্যাগ করেন। এখন জানা গেছে, তিনি OnlyFans এর সাবস্ক্রিপশন, কাস্টম ভিডিও ও উত্তেজনাপূর্ণ ভিডিও কল-এ মোট প্রায় ২৫০ হাজার ডলার (প্রায় ২.২ কোটি টাকা) খরচ করেছেন।
দ্য ব্লাস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বায়রন শুধুমাত্র ২৩ বছর বয়সী OnlyFans মডেল সোফি রেইনের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও কলের জন্যই প্রায় ৪০ হাজার ডলার (৩৫ লাখ টাকার বেশি) খরচ করেছেন। সোফির আসল নাম ইজাবেলা ব্লেয়ার।
বায়রনের স্ত্রীর ফাঁস করা ব্যক্তিগত বার্তায় দেখা যায়, তিনি গোপন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোফির সঙ্গে ভিডিও কলের আয়োজন করতেন। একবার বায়রন লিখেছেন, ‘সব ঠিক আছে। আমি যাদের সঙ্গে কথা বলি তাদের অধিকাংশই বিবাহিত।’ জবাবে সোফি মজার ছলে লিখেছেন, ‘ঠিক আছে, পাঁচ মিনিটে আমাকে ফোন করো।’
সোফি রেইন বায়রনের ক্লায়েন্ট হিসেবে নিজেকে স্বীকার না করলেও কোল্ডপ্লে কাণ্ডে তার প্রতারণা প্রকাশ হওয়ায় প্রশংসা করেন এবং বলেন, ‘প্রতারণাকারীরা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ।’
ব্রাজিলীয় মডেল ক্যামিলা আরাউজো, যিনি OnlyFans-এ ‘বপ হাউস’ নামের একটি গ্রুপের নেতৃত্ব দেন, দাবি করেছেন, বায়রনের খরচ অনেক বেশি এবং তিনি একাধিক মডেলের সঙ্গে লেনদেন করেছেন।
দ্য ব্লাস্টকে ক্যামিলা বলেন, ‘আমার কাছে রসিদ আছে। মোটামুটি পঞ্চাশ লাখ টাকার মতো সাবস্ক্রিপশন ফি, কাস্টম কন্টেন্ট আর ভিডিও কল! শুধু সোফির সঙ্গে নয়, অনেক মেয়ের সঙ্গে।’
ক্যামিলা বায়রনের স্ত্রী মেগান ক্যারিগানকে সমর্থনের বার্তা পাঠিয়েছেন, বিশেষ করে কোল্ডপ্লে কাণ্ডের পর। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, তুমি একা নও। যখন কেউ এমনভাবে জনসম্মুখে তোমাকে অপমান এবং বিশ্বাসঘাতকতা করে, তখন নারীদের একজোট হয়ে দাঁড়ানো উচিত। আমি তার পাশে আছি।’
সোফি রেইনও জানিয়েছেন, ‘আমি একজন খ্রিস্টান হিসেবে এই ধরনের আচরণ সমর্থন করি না। যদি তার স্ত্রী বন্ধু চান, আমি আছি। আমি তার সঙ্গে কথা বলতে চাই এবং বলতে চাই এই লোকটি তার জীবনের একটি বাধা মাত্র।’
সূত্র: এনডিটিভি।
রাকিব