ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

পেরুর মাটির নিচে মানববলির ভয়াবহ প্রমাণ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ৯ আগস্ট ২০২৫

পেরুর মাটির নিচে মানববলির ভয়াবহ প্রমাণ!

ছবি: সংগৃহীত

লিমা, পেরু থেকে প্রত্নতাত্ত্বিকরা ৩ হাজার বছর পুরনো ১৪ জন মানুষের কঙ্কাল খুঁজে পেয়েছেন, যাদের মানববলির শিকার বলে ধারণা করা হচ্ছে। এ আবিষ্কার পেরুর প্রাচীন ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের ইঙ্গিত দেয়।

গবেষক দল কঙ্কালগুলো খুঁজে পান কুপিসনিক সংস্কৃতির একটি ধর্মীয় মন্দির বলে ধারণা করা স্থাপনার কাছে। এই সভ্যতা ইনকা সভ্যতার এক সহস্রাব্দ আগেই সমৃদ্ধি লাভ করেছিল। উদ্ধার হওয়া কিছু মৃতদেহ মুখ নিচু করে সমাধিস্থ করা হয়েছিল এবং তাদের হাত পেছনে বাঁধা ছিল।

খনন অভিযানের নেতৃত্বদানকারী প্রত্নতাত্ত্বিক হেনরি তানতালেয়ান বলেন, “যেভাবে তাদের দাফন করা হয়েছে, তা একেবারেই অস্বাভাবিক। জীবদ্দশায় তারা যে আঘাত ও নির্যাতনের শিকার হয়েছেন, সেটিও ভয়াবহ। দেহগুলোর অবস্থান মানববলির প্রচলিত ধারা নির্দেশ করে।”

পেরুর অন্যান্য সমাধির তুলনায় এ দাফনগুলো ছিল অনেক সাধারণ বালুর টিলায় খননকৃত গর্তে রাখা হয়েছিল, কোনো ধনসম্পদ বা উপহার ছাড়াই।

ঘটনাস্থলটি লা লিবার্তাদ অঞ্চলের সমুদ্রতটে, যা লিমা থেকে প্রায় ৬৭৫ কিলোমিটার (৪২০ মাইল) উত্তরে। এ আবিষ্কার পেরুর গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর তালিকায় যুক্ত হলো, যেখানে ইতোমধ্যেই মাচু পিচু ও নাজকা লাইনসের মতো ঐতিহাসিক নিদর্শন রয়েছে।

মুমু ২

×