
গাজা উপত্যকার পুরো এলাকা দখলের কথা এতদিন বলে আসলেও এবার কেবল গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা। আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল হিসেবেই তেলআবিব এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে স্থানীয় গণমাধ্যম।
ইসরাইলি সূত্রের বরাতে ওয়াইনেট জানিয়েছে, প্রথমে উপত্যকার সবচেয়ে বড় ও জনবহুল এলাকা গাজা সিটি দখলের পর ধাপে ধাপে বাকি অঞ্চলগুলো দখলের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক আইনে দখলদারিত্ব অবৈধ হওয়ায় অনুমোদিত নথিতে ‘অকুপেশন’ শব্দের বদলে ব্যবহার করা হয়েছে ‘টেকওভার’। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজা উপত্যকার উপর কেবল নিয়ন্ত্রণ নিতেই চান, দখল নয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, বর্তমানে যেসব এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে নেই, সেগুলো দখলে নিতে কয়েক মাস সময় লাগতে পারে। পশ্চিম তীরের মতো সেখানে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রেখে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ধারণা করা হচ্ছে, এই অবস্থা অন্তত পাঁচ বছর স্থায়ী হতে পারে।
হামাসের মতে, গাজা সিটি দখলের পরিকল্পনা মূলত আলোচনার টেবিলে ছাড় পাওয়ার কৌশল, যার মাধ্যমে ইসরাইল নিজেদের রাজনৈতিক ও সামরিক এজেন্ডা এগিয়ে নিতে চায়।
Jahan