ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে ২টি পিস্তল ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর

প্রকাশিত: ০৮:০২, ৯ আগস্ট ২০২৫

লক্ষ্মীপুরে ২টি পিস্তল ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

ছবি: জনকণ্ঠ

লক্ষ্মীপুরে ২টি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (০৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের অবঃ মৃত কর্নেল মজিদের বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।

এসময় তাদের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রাম দা, ৫টি চাকু, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি গুলি, ৮৩ পিস ইয়াবা, ১ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাবের ৪টি খাতা, ইয়াবা প্যাকেট করার ফয়েল পেপার ১ বান্ডিল উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ইয়াবা, নগদ টাকা, ইয়াবা ব্যবসার খাতা উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মুমু ২

×