ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়া চেষ্টা, ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ১২:০৯, ৯ আগস্ট ২০২৫

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়া চেষ্টা, ভিডিও ভাইরাল

ছবি ক্যাপশন : তর্কাতর্কির জেরে অসুস্থ জীবন্ত স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা স্বামীর

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে শারীরিক নির্যাতন ও জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন খলিলুর রহমান (৭০) নামে এক ব্যক্তি। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্ত্রী খোরশেদা বেগমের (৬৫) ওপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ও অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত খলিলুর রহমান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ খোরশেদা বেগম শয্যাশায়ী অবস্থায় জীবনযাপন করছেন এবং নিজে চলাফেরা করতে অক্ষম। সন্তানরা বিবাহিত হয়ে আলাদা থাকায় স্বামী খলিলুর রহমানই একমাত্র তার সেবা করতেন। তবে শুক্রবার বিকেলে তর্কাতর্কির এক পর্যায়ে খলিলুর রহমান বাড়ির উঠানে গর্ত খুঁড়ে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে নির্যাতন ও গালিগালাজ করেন।

খোশালপুর গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বলেন, “এ ঘটনা অত্যন্ত অমানবিক। একজন অসুস্থ নারীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান, ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অভিযুক্ত খলিলুর রহমান পালিয়ে যান। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ

×