
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী বলেছেন, আগামী দিনে যুবকরা স্বপ্নের বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।
সীতাকুণ্ড উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত “জুলাই স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল হুদা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার ছিদ্দীক চৌধুরী আরও বলেন, সুস্থ দেহ সুন্দর মনের জন্য ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতি প্রয়োজন।আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য আছে মাদকের ছড়াছড়ি। এই মাদক থেকে দূরে থেকে সুন্দর জীবন গঠনে খেলাধূলার বিকল্প নাই। যুবকদেরকে দেশ গঠনে নেতৃত্ব দিতে হলে অবশ্যই মেধাবী এবং চরিত্রবান হতে হবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মেজবাহুল আলম রাসেল, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের এডহক কমিটির সদস্য লিয়াকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র নেতা আসাদ, ৮ নম্বর ইউনিয়ন আমীর কাজী জাহিদ ইমাম, উপজেলা শিল্প বানিজ্যের সেক্রেটারী নুরুল ইসলাম, পেশাজীবী বিভাগের আমীর হাফেজ কামাল উদ্দিন, ৪ নম্বর ইউনিয়ন জামায়াতের আমীর শহীদুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের অর্থ সম্পাদক সিবগাতুল্লাহ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৬টি দল অংশ নেয়। খেলা অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার৷ আজকের খেলায় ২-০তে জয়লাভ করে শহীদ ওসমান একাদশ।
সভাপতি তার বক্তব্যে বলেন, আসুন মাঠে আসি, মাদক ছাড়ি, ঐক্য ও শৃঙ্খলায় গড়ি নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ! ফুটবলের মাধ্যমে গড়ে তুলি মাদকমুক্ত, শক্তিশালী, ও সংহত যুবসমাজ
তাসমিম