
ছবি: জনকণ্ঠ
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, বাংলাদেশের মানুষ সংস্কারের জন্য রক্ত দেয়নি, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে তাদের বাক স্বাধীনতা, ভোটের অধিকার, ভাতের অধিকার ও আমাদের জীবনের নিরাপত্তার জন্য। আমরা কি সংস্কার চেয়েছিলাম? নাকি ভোটের অধিকার ফিরে পেতে চেয়েছিলাম। ফ্যাসিবাদ সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালীতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয় র্যালীটি উপজেলার কচমচ এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রথখোলা গিয়ে শেষ হয়।
নাজমুল হাসান অভি বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিগত ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষার ফলে আজকের এই অর্জন। বিগত সময়ে আওয়ামী লীগের নির্যাতন, হত্যার শিকার হয়েও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন চালিয়েছে। বেগম খালেদা জিয়ার আপসহীনতা, দৃঢ় প্রত্যয় এবং তারেক রহমানের নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে।
এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, ধামরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদসহ আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মুমু ২