ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ তারেক রহমানের

প্রকাশিত: ১৪:২৫, ৯ আগস্ট ২০২৫

গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ তারেক রহমানের

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে ধীরে ধীরে গণতন্ত্রের ভিত শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।

তারেক রহমান বলেন, বর্তমানে যেসব সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোর ৯৯ শতাংশই দুই বছর আগে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং দলের ভেতরে সব ইউনিট পর্যায়ে ধাপে ধাপে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হবে।

একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্লোগান নির্ভর রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণে মনোনিবেশ করতে হবে। তিনি সংগঠন শক্তিশালী করা এবং জনগণের আস্থা অর্জনকে রাজনৈতিক সাফল্যের মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন।

Jahan

×