ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ইসলামপুর মধ্য দরিয়াবাদে ড্রেনেজ সংকটে চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, জামালপুর

প্রকাশিত: ১১:৫৩, ৯ আগস্ট ২০২৫

ইসলামপুর মধ্য দরিয়াবাদে ড্রেনেজ সংকটে চরম ভোগান্তি

ছবি: জনকণ্ঠ

জামালপুরের ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য দরিয়াবাদ হাসপাতাল সংলগ্ন জামে মসজিদ থেকে সুন্দর আলীর বাড়ি পর্যন্ত কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হয়েও এলাকাবাসী মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই আশপাশের বাড়িঘরে পানি ঢুকে পড়ে। এতে ছোট ছোট স্কুল ও মাদরাসাগামী শিশু এবং পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন।

ভুক্তভোগীরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা স্থাপনের জন্য পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

তাসমিম

×