ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মুন্সীগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৩, ৯ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ৭ আগস্ট ২০২৫ তারিখে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মীর মোখছেদুল আলমের নেতৃত্বে সদর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও এলাকায় অভিযান চালায়।

অভিযানে মারকাজ মসজিদের পূর্ব পাশের পাকা রাস্তায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, তার নাম মমিন (২৬), পিতা কাইয়ুম সরদার, মাতা মমতাজ বেগম, সাং-ভিটিশীলমন্দি, বর্তমান ঠিকানা যোগিনীঘাট, থানা ও জেলা মুন্সীগঞ্জ।

তল্লাশিকালে তার দেহ থেকে নিজ স্বীকারোক্তি অনুযায়ী ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযুক্তের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আঁখি

×