
নোয়াখালীর হাতিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মাননীয় পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদার সার্বিক তত্ত্বাবধানে, হাতিয়া থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মিনহাজুল আবেদিন ও এএসআই (নিরস্ত্র) আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, আসামি জসিম উদ্দিন (পিতা-ছায়েদুল হক, সাং-শুল্যকিয়া, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং নিজের নাম-পরিচয় পরিবর্তন করে ঢাকায় আত্মগোপনে ছিলেন, যাতে পুলিশ তাকে গ্রেফতার করতে না পারে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার প্রকৃত নাম-পরিচয় উদঘাটন করে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। হাতিয়া থানা পুলিশের বিশেষ অভিযান ও ‘অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং অস্ত্র-মাদক উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
আঁখি