ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

জেনে নিন ব্যালন ডি’অরের তালিকায় থাকছে নতুন যে মুখ

প্রকাশিত: ১১:৫৪, ৯ আগস্ট ২০২৫

জেনে নিন ব্যালন ডি’অরের তালিকায় থাকছে নতুন যে মুখ

ছবি: সংগৃহীত

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫-এর ৩০ জন মনোনীত ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। বৃহস্পতিবার প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেতে আয়োজিত অনুষ্ঠানে পুরুষ ও নারীদের সেরা খেলোয়াড়, কোচ এবং ক্লাবকে সম্মান জানাতে বিভিন্ন ক্যাটাগরির মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

এই বছর থেকে ব্যালন ডি’অর মৌসুমভিত্তিক পারফরম্যান্সের ওপর নির্ভর করে প্রদান করা হবে। অর্থাৎ, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ হবে।

উল্লেখযোগ্যভাবে, এক দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে আধিপত্য দেখানো দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোলিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত তালিকায় নেই।

আগামী ২২ সেপ্টেম্বর ৩০ জনের এই তালিকা থেকে বর্ষসেরা ফুটবলার ঘোষণা করা হবে।

পুরুষদের ব্যালন ডি’অর ২০২৫ মনোনীতদের তালিকা:
উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), জিয়ানলুইজি ডোনারুম্মা (পিএসজি, ইতালি), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), দিজিয়ে দুয়ে (পিএসজি, ফ্রান্স), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান, নেদারল্যান্ডস), সেরহউ গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড, গিনি), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), ভিক্টর গায়োকেরেস (আর্সেনাল, সুইডেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড), খিচা কোয়ারাটস্কেলিয়া (পিএসজি, জর্জিয়া), রবার্ট লেভানদভস্কি (বার্সেলোনা, পোল্যান্ড), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল, আর্জেন্টিনা), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান, আর্জেন্টিনা), স্কট ম্যাকটোমিনে (নাপোলি, স্কটল্যান্ড), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), নুনো মেন্ডেস (পিএসজি, পর্তুগাল), জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), কোল পালমার (চেলসি, ইংল্যান্ড), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স), রাফিনহা (বার্সেলোনা, ব্রাজিল), ডেকলান রাইস (আর্সেনাল, ইংল্যান্ড), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), মোহামেদ সালাহ (লিভারপুল, মিশর), ফ্লোরিয়ান ভির্টজ (লিভারপুল, জার্মানি), ভিতিনহা (পিএসজি, পর্তুগাল), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

আঁখি

×