
ছবি: জনকণ্ঠ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকেলবাড়ি বিপিবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তুহিন মিনা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, মো. শিপন মোল্লা, মো. সাখাওয়াত হোসেন, সাহিদুল ইসলাম মঞ্জু ও ডালিম সরদার।
কর্মী সভার উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাঈম শেখ এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহমেদ মিজু।
বক্তারা বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
আবির