
ছবি: সংগৃহীত
আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী চার দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে।
রোববার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
এই বৃষ্টির ফলে কিছু এলাকায় নদ-নদীর পানি বাড়তে পারে এবং নিচু অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
পরদিন (সোমবার, ৪ আগস্ট) একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আসিফ