ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

১০ বছরের ছেলেকে এয়ারপোর্টে ফেলে ছুটি কাটাতে উড়ে গেলেন বাবা-মা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ৩ আগস্ট ২০২৫

১০ বছরের ছেলেকে এয়ারপোর্টে ফেলে ছুটি কাটাতে উড়ে গেলেন বাবা-মা

ছবি: সংগৃহীত

স্পেনের একটি বিমানবন্দরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। ছেলের ট্রাভেল ডকুমেন্টে সমস্যা থাকায় এক দম্পতি নিজেদের ১০ বছরের ছেলেকে এয়ারপোর্টেই রেখে নির্দ্বিধায় বিমানে চড়ে ছুটিতে রওনা হন। নিউ ইয়র্ক পোস্টের বরাতে জানা গেছে, ছেলেটির স্প্যানিশ পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ ছিল এবং তার একটি ভিসা প্রয়োজন ছিল। বিষয়টি জানার পরেও, তারা বিমানে উঠে পড়েন এবং ছেলেটিকে টার্মিনালে রেখে যান।

ঘটনাটি সামনে আসে একটি টিকটক ভিডিওর মাধ্যমে, যা শেয়ার করেন লিলিয়ান নামের এক এয়ার অপারেশন কো-অর্ডিনেটর। তিনি নিজেও একজন মা এবং ঘটনাটি দেখে তিনি হতবাক ও ক্ষুব্ধ হন। লিলিয়ান জানান, দম্পতি জানিয়েছিলেন তারা ছেলেকে নিতে একজন আত্মীয়কে ডেকেছেন, কিন্তু ছেলেটিকে সম্পূর্ণ একা ফেলে রেখে “শান্তভাবে” বিমানে উঠেন।

ছেলেটি পুলিশকে জানায়, তার বাবা-মা ছুটিতে যাচ্ছেন। পরে পুলিশ এসে দ্রুত ব্যবস্থা নেয়, তাদের লাগেজ বিমান থেকে নামিয়ে এনে বিমানবন্দরের পুলিশ স্টেশনে নিয়ে যায় দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য। তবে এখনো নিশ্চিত নয়, তাদের গ্রেপ্তার করা হয়েছে কি না।

ঘটনাটি পুরোপুরি অবিশ্বাস্য বলে বর্ণনা করেন এক বিমানবন্দর কর্মী। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। যেমন, ২০১৮ সালে জার্মানিতে এক দম্পতি তাদের ৫ বছরের মেয়েকে ভুলে গিয়েছিলেন। কিন্তু লিলিয়ান বলেন, এভাবে ইচ্ছাকৃতভাবে ছেলেকে ফেলে যাওয়ার ঘটনা তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর।

মুমু ২

×