ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ভিড় আর ময়লায় অতিষ্ঠ হয়ে ইতালির কৃষকের কড়া সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ৩ আগস্ট ২০২৫

ভিড় আর ময়লায় অতিষ্ঠ হয়ে ইতালির কৃষকের কড়া সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

উত্তর ইতালির ডলোমাইটস পর্বতমালায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ‘ইন্সটাগ্রাম স্পট’-গুলোর অতিরিক্ত পর্যটনের চাপে এবার প্রতিরোধে নেমেছেন স্থানীয় কৃষকেরা। জনপ্রিয় ছবি তোলার জায়গাগুলোর প্রবেশপথে স্থাপন করা হয়েছে টার্নস্টাইল—যেখানে প্রবেশ করতে এখন থেকে দিতে হচ্ছে ৫ ইউরো ফি। দিনে হাজার হাজার পর্যটকের আগমনে পরিবেশ দূষণ, জমি নষ্ট এবং স্থানীয় জীবনে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় কৃষকেরা নিজেদের জমি রক্ষা ও সম্মান রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছেন।

Alto Adige Alpine Club-এর সভাপতি কার্লো জানেলা জানান, “ট্রাভেল ইনফ্লুয়েন্সারদের প্রভাবে পর্যটন এতটাই বেড়েছে যে, এখন মানুষ শুধু ছবি তুলতে আসে, প্রকৃতি বা হাইকিং উপভোগে নয়।” ড্রেই জিনেন ও সেচেদা পর্বত অঞ্চলে প্রতিদিন ৪ হাজার পর্যন্ত মানুষ ভিড় করছে। পর্যটকদের অনেকেই নিয়ম না মেনে সানগ্লাস ও স্যান্ডেল পরে পাহাড়ে উঠছে, আর ট্র্যাশ ফেলে রেখে যাচ্ছে। যদিও ইতালির আইন অনুযায়ী প্রাকৃতিক উদ্যান সবার জন্য উন্মুক্ত, তবে যেসব জায়গা ব্যক্তিমালিকানাধীন, সেখানে প্রবেশে মালিকেরা বাধা দিতে পারেন, এখনো এ বিষয়ে সরকারিভাবে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না আসায় তারা নিজেরাই বাধ্য হয়ে ব্যবস্থা নিচ্ছেন। সাবেক জাতীয় স্নোবোর্ডার জর্জ রাবানসার জানান, “এই টার্নস্টাইল আমাদের একধরনের প্রতিবাদ। আমরা অনেকদিন ধরে সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলাম।” ইতোমধ্যে দক্ষিণ টিরল প্রদেশের গভর্নর আর্নো কোম্পাটসচার জাতীয় সরকারকে আহ্বান জানিয়েছেন যেন স্থানীয়দের বাড়ি ভাড়া দেওয়া এবং অতিরিক্ত পর্যটন নিয়ন্ত্রণে আইন করে।

সামগ্রিকভাবে গোটা ইতালিতে পর্যটনসংক্রান্ত নানা কড়াকড়ি আরোপ করা হয়েছে। উদাহরণস্বরূপ, বিচ ছাড়া খালি গায়ে বা সুইমসুটে হাঁটলে ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা, লিভোর্নোতে খালি পায়ে হাঁটা নিষিদ্ধ, সারডিনিয়ার সৈকতে ছাতা বসাতে গর্ত খোঁড়া, ধূমপান বা ম্যাট ছাড়া শোওয়া নিষিদ্ধ, এবং পুগলিয়াতে উপকূল থেকে ৫০০ মিটারের মধ্যে জোরে গান বাজালে জরিমানা করা হচ্ছে।

মুমু ২

×