ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

৬০০ বছর পর জেগে উঠল রাশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ৩ আগস্ট ২০২৫

৬০০ বছর পর জেগে উঠল রাশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি!

ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৬০০ বছর পর প্রথমবারের মতো ভয়াবহভাবে জেগে উঠেছে ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA এবং বিজ্ঞানীদের মতে, সম্প্রতি দেশটির দূরপ্রাচ্যে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের সঙ্গেই এই উদ্গীরণের সম্পর্ক থাকতে পারে।

কামচাটকা আগ্নেয়গিরি প্রতিক্রিয়া দলের প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, “এটি ইতিহাসে প্রথম নিশ্চিত উদ্গীরণ, যা বিগত ছয় শতকে কখনো ঘটেনি।” তিনি বলেন, সর্বশেষ লাভা নির্গমনের সময় ছিল আনুমানিক ১৪৬৩ সাল।

গত সপ্তাহের বুধবারের ভূমিকম্প, যা এতটাই শক্তিশালী ছিল যে ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়, তার ঠিক পরেই কামচাটকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়ের উদ্গীরণ ঘটে।

রাশিয়ার ভলক্যানোলজি এবং সিসমোলজি ইনস্টিটিউটের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়, ভূমিকম্পের প্রভাবে ক্রাশেনিনিকভও সক্রিয় হয়ে ওঠে। উদ্গীরণের পর ছাইয়ের কুণ্ডলী আকাশে প্রায় ৬,০০০ মিটার (৩.৭ মাইল) উচ্চতায় উঠে গেছে।

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানায়, আগ্নেয়গিরির উচ্চতা ১,৮৫৬ মিটার এবং এর ছাইমেঘ এখন প্রশান্ত মহাসাগরের দিকে পূর্বমুখে প্রবাহিত হচ্ছে। আশেপাশে কোনো জনবসতি না থাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।

তবে উড়োজাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় এ ঘটনার জন্য 'অরেঞ্জ এভিয়েশন কোড' জারি করেছে কর্তৃপক্ষ। এর মানে, আকাশপথে চলাচলকারী বিমানের জন্য হুমকিস্বরূপ অবস্থান তৈরি হয়েছে।

মুমু ২

×