
ঈশ্বরদী ও পাকশীর সংযোগকারী প্রধান সড়ক এবং তালতলা মোড় থেকে মোল্লাপাড়া হয়ে চানমারি পর্যন্ত প্রধান সড়ক দু’টি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে সড়ক দু’টির বেশিরভাগ অংশেই বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই খানাখন্দগুলো পানিতে ভরে যায়, যার ফলে যানবাহন এবং পথচারী উভয়ের জন্যই চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তারপরও প্রয়োজনের তাগিদে চলাচল করতে গিয়ে মাঝেমধ্যেই যানবাহন নষ্ট হয়ে চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এই ভোগান্তির কারণে যানবাহন চালক ও স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত সড়ক দু’টি সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের দুর্ভোগ বলে পরিচিত এই দুটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভয়ানক খারাপ অবস্থায় পড়ে আছে। খানাখন্দের কারণে মানুষের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, তেমনি গাড়ির যন্ত্রাংশও দ্রুত নষ্ট হচ্ছে। বিশেষ করে ইপিজেডের শ্রমিক বহনকারী যানবাহন, রিকশা, ভ্যান এবং মোটরসাইকেলের চালকরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। গর্ত ভরা পানি দেখে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। পথচারী এবং বাইসাইকেল আরোহীদের জন্য এটি বিশেষ ঝুঁকিপূর্ণ।
খারাপ রাস্তার কারণে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। একারণে মানুষের শ্রমঘণ্টা নষ্ট হয়। এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং রাস্তা দু’টি সংস্কার করে চলাচলের উপযুক্ত করবেন।
আফরোজা