ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আটক ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৫১, ৮ আগস্ট ২০২৫; আপডেট: ১৭:৫২, ৮ আগস্ট ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আটক ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ফুলতলা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল, মোরশেদ আলম রাজা, উত্তম গোস্বামীসহ ইউনিয়নের শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অবিলম্বে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে বৃহস্পতিবার (৭ আগস্ট) গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। পরে শেলুর গ্রেফতারে ক্ষোভ জানিয়ে মামলার বাদী তারেক মিয়া, সাক্ষী আফজাল হোসেন, তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী থানায় জড়ো হন। এসময় তাদেরকে থানা প্রাঙ্গণে প্রতিবাদ করতে দেখা যায়।

রাকিব

×