ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কবার্তা

প্রকাশিত: ১৮:২০, ৮ আগস্ট ২০২৫

বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কবার্তা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৮ আগস্ট শুক্রবার দেশের প্রায় সকল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হয়েছে এবং কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মৌসুমী বায়ু অধিক সক্রিয় হওয়ার কারণে এদিন বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে, যেখানে ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

রাজধানী ঢাকায় এই সময়কালীন বৃষ্টি ছিল ২ মিলিমিটার, কিন্তু সকাল ৬টার পর বৃষ্টি বৃদ্ধি পেয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।

Jahan

×