
গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে ভারতের উপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত। এই শুল্ক মূলত ভারতের পোশাক ও টেক্সটাইল খাতকে সবচেয়ে বেশি আঘাত করেছে। স্থানীয় সময় শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারত থেকে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্কিন রিটেইলার জায়ান্ট ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ।
রপ্তানিকারক সূত্রের দাবি, অতিরিক্ত খরচের বোঝা নিতে রাজি নন মার্কিন ক্রেতারা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুল্ক বৃদ্ধির ফলে পোশাক ও টেক্সটাইল পণ্যের খরচ বেড়ে যাবে ৩০ থেকে ৩৫ শতাংশ। এর প্রভাবে যুক্তরাষ্ট্রমুখী অর্ডার ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যা আর্থিক ক্ষতিকে দাঁড় করাবে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ওয়েলস্পেন, গোলাকদাস এক্সপোর্টস, ট্রাইডেন্টসহ বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি, যাদের ৪০ থেকে ৭০ শতাংশ বিক্রি নির্ভর করে মার্কিন বাজারে।
এদিকে, সমঝোতা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, প্রাথমিকভাবে ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে এবং বর্ধিত শুল্ক আগস্টের শেষ সপ্তাহ থেকে কার্যকর হবে। তবে নির্দিষ্ট কিছু পণ্য ও যাত্রাপথে থাকা চালান আপাতত এই শুল্ক থেকে ছাড় পাবে।
রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ভারতের উপর এই শাস্তিমূলক শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ট্রাম্পের সমালোচনা করে বলেন, অস্ত্রকে শুল্কে রূপান্তর করে অন্য দেশকে চাপে ফেলার চেষ্টা জাতিসংঘ সনদের পরিপন্থী।
Jahan