ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

নেতানিয়াহুর চক্রান্ত ফাঁস, হামাসের গর্জন ইসরায়েলের বিরুদ্ধে

প্রকাশিত: ১৮:১২, ৮ আগস্ট ২০২৫

নেতানিয়াহুর চক্রান্ত ফাঁস, হামাসের গর্জন ইসরায়েলের বিরুদ্ধে

হামাস ইসরায়েলের গাজা সিটি নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। হামাসের অভিযোগ, ইসরায়েলের ‘নিয়ন্ত্রণ’ শব্দ ব্যবহারের মাধ্যমে তারা ‘দখলের’ আইনি দায়িত্ব থেকে পলায়ন করছে, যা তাদের নিষ্ঠুর নাগরিকবিরোধী অপরাধের ফলাফল নিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা বলে মন্তব্য করা হয়েছে।

তারা ইসরায়েলি সরকারের উপর গাজার বন্দিদের ভবিষ্যত নিয়ে অবহেলার অভিযোগও তুলেছে, বলেছেন, “তারা বুঝতে পারছে, আগ্রাসন বৃদ্ধি মানে তাদের আত্মত্যাগ।”

হামাস আরও বলেছে, নেথানিয়াহুর এই পরিকল্পনা ইসরায়েলের হঠাৎ করে সর্বশেষ আলোচনা থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করে। তারা যুক্ত করেছে, দুপক্ষ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের একটি চুক্তির নিকটে ছিল।

“আমরা পুনরায় বলছি, মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে আমাদের যোগাযোগের সময়, আমরা যুদ্ধবিরতির প্রচেষ্টার সফলতার জন্য সব প্রয়োজনীয় নমনীয়তা ও ইতিবাচকতা দেখিয়েছি,” হামাস জানিয়েছে।

Jahan

আরো পড়ুন  

×