ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ডাকাতি করতে এসে সামলাতে পারলেন না মাংসের লোভ, অতঃপর..

প্রকাশিত: ২৩:০৬, ৯ আগস্ট ২০২৫

ডাকাতি করতে এসে সামলাতে পারলেন না মাংসের লোভ, অতঃপর..

ছবি: সংগৃহীত।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ সদস্যের একটি ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি চালিয়েছে। শুধু তাই নয়, লুটপাট শেষে খাসির মাংস ও মিষ্টি খেয়ে তৃপ্তির ভোজ সেরে যায় তারা।

ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী সাইরুল ইসলামের বাড়িতে। সাইরুল জানান, রাতের অন্ধকারে দেয়াল টপকে এক ডাকাত সদস্য ঘরে ঢুকে দরজা খুলে দিলে বাকিরা ভেতরে প্রবেশ করে। ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে এক কক্ষে আটকে রেখে ৯ লাখ ১৩ হাজার টাকা ও প্রায় ১০-১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

স্থানীয়রা জানান, ডাকাতরা প্রথমে ঘর তছনছ করে মূল্যবান জিনিস খুঁজে বের করে, এরপর খাসির মাংস ও ভাত খেয়ে, মিষ্টি খেয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানিয়েছে, সাইরুল থানায় মামলা করেছেন এবং সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে একই এলাকায় আরও কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

নুসরাত

×