
ছবিঃ জনকণ্ঠ
শনিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাটিকাশরে টিডব্লিউএ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এরপর আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টিডব্লিউএ চেয়ারম্যান অরন্য ই. চিরান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল যোহন সাংমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ সোহরাব হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মুঈন উদ্দিন, ময়মনসিংহ খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি প্রশান্ত নাফাক, ময়মনসিংহ সালেসিয়ান সিস্টার্স নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার লিয়া দ্রং, ময়মনসিংহ ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার বাইওলেন চাম্বুগং, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক রোজী রংমা, গাসু কেন্দ্রীয় কমিটির সভাপতি বিবাল মানখিন, বাগাছাস প্রতিনিধি বিপ্লব রেমা,এনজিও সারা প্রতিনিধি বাসর দাংগ
আলীম