
ছবি: সংগৃহীত
গত ১০ বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের নো-ফ্লাই জোনে ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন নির্মিত হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
সংস্থাটি জানায়, এ বিষয়ে একাধিকবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউ) কে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের আশপাশে কোনো অনুমোদনহীন ভবন নেই বলে তারা নিশ্চিত করেছে। সিভিল এভিয়েশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই এলাকায় ১৩৫ ফিটের বেশি উচ্চতার কোনো ভবন নেই।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, নিয়ম ভেঙে কেউ ভবন নির্মাণ করলে বা উচ্চতা বাড়ালেও তাদের ভাঙার ক্ষমতা সিভিল এভিয়েশনের নেই। তারা কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে ও অনুরোধ করতে পারেন। ভবন ভাঙার দায়িত্ব রাজউ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তিনি আরও জানান, ভবন নির্মাণ হয়ে গেলে তা ভাঙা প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। তাই নির্মাণের আগেই রাজউকে কার্যকরভাবে মনিটরিং করার আহ্বান জানান তিনি।
ছামিয়া