
ছবি: জনকণ্ঠ
আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিলে মা-বোনদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ।
আজ ৮ আগস্ট (শুক্রবার) দুপুরে বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে কালাইয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে কেন্দ্রভিত্তিক ছাত্রী ও মহিলা দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ আরও বলেন, আগামীতে ইসলাম ক্ষমতায় আসলে নারীর সম্মান, নারীর মর্যাদা প্রতিষ্ঠা হবে। সুতরাং মা-বোনদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে আল কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ভোট দিতে হবে।
এ সময় তিনি বলেন, আমি এখন যে এলাকায় এই অনুষ্ঠান করছি, ঠিক এই এলাকায় আমার কর্মীকে জামায়াত করার অপরাধে লাঞ্চিত করা হয়েছে। একটি দলের নেতা আমার কর্মীর উপর হামলা করেছে। অথচ প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই যদি হয় প্রশাসনের অবস্থা তাহলে আমরা এই অন্তবর্তীকালীন সরকারের প্রশাসনের উপর কীভাবে আস্থা রাখতে পারি? আমরা এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না।
বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের এই চেয়ারম্যান ড. মাসুদ বলেন, আমাদের আগামীর বাউফল হবে মা-বোনদের কাঙ্খিত বাউফল। আগামীর বাউফলের এমপি হবে উপজেলার প্রতিটি মানুষ। আজকের আয়োজনে উপস্থিত মা-বোনদের নিকট আমার অনুরোধ রইলো-আপনারা বাড়িতে গিয়ে যারা আজকের অনুষ্ঠানে বিশেষ করে যেসব মা-বোনরা আসতে পারেনি তাদেরকে আমার সালাম পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। জামায়াত নেতা মোঃ হাসনাইন, নয়া দিগন্তের সাংবাদিক আসাদুজ্জামান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।
আবির