
নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারী জেলা আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম শাহ (৪০) এবং আওয়ামী আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট তৈয়বুর রহমান (৩৫)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গতকাল তাঁরা পলাতক সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটি জুম মিটিংয়ে অংশ নিয়েছিলেন, যা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা হয়েছিল।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ এই তথ্য নিশ্চিত করে বলেন, রাজনৈতিক অস্থিরতা ও ভাঙচুরের অভিযোগে করা দুটি পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
রাজু