
ছবিঃ সংগৃহীত
লক্ষ্মীপুরে ওয়াবদা খালের তীব্র স্রোতে বিলীন হয়ে যাচ্ছে সড়ক। হুমকির মুখে তিন শতাধিক ঘরবাড়ি। এ ভাঙন থেকে রক্ষা পেতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা বাজার ব্রিজের ওপর ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নুরুল আমিন মিঝি, মো. আজাদ, হারুনুর রশিদ খান, স্কুলশিক্ষক মোহাইমিনুল ইসলাম, নুরুল আমিন ও মনোয়ার হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, গেল বছরের আগস্টে বন্যার পর থেকে খালের ভাঙন বেড়ে গেছে। ইতোমধ্যে ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার অন্যত্র চলে গেছে। আমিন বাজার ও ওয়াপদা বাজার থেকে বারাইপুর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা খালের তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। মানুষ এখন অন্যের জমির ওপর দিয়ে চলাচল করছে, তাও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এছাড়া আশপাশের তিন শতাধিক বাড়িঘর হুমকির মুখে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙনরোধে তীর রক্ষা বাঁধ নির্মাণ করে চলাচলের রাস্তা ও বসতঘর রক্ষার দাবি জানান তারা।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, ভাঙন রোধে বিশ্বব্যাংকের অর্থায়নে ওয়াপদাসহ দুটি খালের ১০ কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। আমাদের প্রস্তাবনা একনেকে পাস হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে।
মারিয়া