ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

শ্রীমঙ্গলে হাঁস-মুরগি খেয়ে আতঙ্ক সৃষ্টি করা বিশাল অজগর সাপ উদ্ধার

আবুল ফজল মোঃ আব্দুল হাই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:১৫, ৮ আগস্ট ২০২৫

শ্রীমঙ্গলে হাঁস-মুরগি খেয়ে আতঙ্ক সৃষ্টি করা বিশাল অজগর সাপ উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় কয়েকদিন ধরে হাঁস-মুরগি খেয়ে আতঙ্ক সৃষ্টি করা একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে রিহাব কেমিক্যাল সংলগ্ন জসিম উদ্দিনের গরুর খামারের পাশে বাঁশঝাড় থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান শুক্রবার (৮ আগষ্ট) সকাল ৮টায় শ্রীমঙ্গল শহরতলী উত্তর ভাড়াউড়া এলাকায় রিহাব কেমিক্যাল সংলগ্ন জসীম উদ্দিনের গরুর খামার পাশে একটি বাঁশঝাড়ে হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ফোনে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে পৌঁছে বাঁশঝাড় থেকে সাপটিকে উদ্ধার করেন। 

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে উদ্ধারের পর দেখা যায় যে এটি অজগর সাপ। পরে তারা সাপটিকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

রাকিব

আরো পড়ুন  

×