ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

ফ্রিজের ওপরে যে সব জিনিস একদমই রাখা উচিত নয়

প্রকাশিত: ১৬:০৩, ৮ আগস্ট ২০২৫

ফ্রিজের ওপরে যে সব জিনিস একদমই রাখা উচিত নয়

ছবিঃ সংগৃহীত

আমাদের অনেকের অভ্যাস, ফ্রিজের ওপরে নানা ধরনের জিনিস রেখে দেওয়ার। রান্নাঘরে জায়গা বাঁচাতে বা হাতের নাগালে রাখার জন্য আমরা সেখানে মসলা, রান্নার সরঞ্জাম এমনকি ইলেকট্রনিক যন্ত্রও রেখে দেই। কিন্তু এই অভ্যাস স্বাস্থ্য ও যন্ত্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

১. ইলেকট্রনিক যন্ত্র
মাইক্রোওভেন, টোস্টার বা রাইস কুকারের মতো ইলেকট্রনিক যন্ত্র ফ্রিজের ওপরে রাখলে তাপ নির্গমন ব্যাহত হয়। এতে ফ্রিজ অতিরিক্ত গরম হয়ে এর আয়ু কমে যেতে পারে।

২. ভারী জিনিসপত্র
ফ্রিজের ওপরে অতিরিক্ত ভারী জিনিস রাখা মোটেও ভালো নয়। এতে ফ্রিজের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদে মেশিনের কার্যক্ষমতায় প্রভাব ফেলে।

৩. খাবার বা পানীয়ের বোতল
তাপমাত্রার পরিবর্তনের কারণে ফ্রিজের ওপরে রাখা খাবার দ্রুত নষ্ট হতে পারে। এছাড়া পানীয়ের বোতল পড়ে গিয়ে ভাঙা বা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

৪. কাগজ, বই বা দাহ্য পদার্থ
ফ্রিজ তাপ উৎপন্ন করে, তাই ওপরে রাখা কাগজ, বই বা টিস্যু আগুন লাগার ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে ইলেকট্রনিক যন্ত্রও যদি কাছাকাছি থাকে।

৫. সাজসজ্জার জিনিসপত্র
যেমন—গাছের টব, শোপিস ইত্যাদি। এগুলো পড়ে গিয়ে ক্ষতি করতে পারে এবং ফ্রিজ পরিষ্কার রাখা কঠিন হয়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজের ওপরে খালি রাখা সবচেয়ে ভালো। যদি রাখতেই হয়, তবে হালকা ও তাপ সহনশীল জিনিস ব্যবহার করুন, যাতে ফ্রিজের কার্যক্ষমতা ও নিরাপত্তা দুটোই অক্ষুণ্ণ থাকে।

আলীম

×