ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

কলাপাড়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশের পটুয়াখালী-৪ আসনের ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:২৭, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৯:৪০, ৯ আগস্ট ২০২৫

কলাপাড়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশের পটুয়াখালী-৪ আসনের ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এই প্রতিনিধি সম্মেলন আজ শনিবার বিকেলে কলাপাড়া পৌর অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এই আসনের দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কলাপাড়া উপজেলা আমীর মুহাম্মদ আব্দুল কাইউম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল জব্বার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, বাইতুল মাল সম্পাদক মোঃ নজরুল ইসলাম সোহাগ, কলাপাড়া উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক ফারুকী, ইসলামী ছাত্র শিবির কলাপাড়া উপজেলা সভাপতি মোঃ নাঈম, জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মোঃ রাসেল মুসল্লী, মোঃ তোফাজ্জল হোসাইন, আনোয়ার হোসেন খলিফা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলাপাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ হাবিবুর রহমান। ইসলামী সংগীত পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম ও হাফেজ মাওলানা মোঃ আল আমিন।

আফরোজা

×