ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সংস্কার এবং বিচার দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে সরকার: নাসির উদ্দীন পাটোয়ারী

প্রকাশিত: ২২:৩০, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ২২:৩১, ৯ আগস্ট ২০২৫

সংস্কার এবং বিচার দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে সরকার: নাসির উদ্দীন পাটোয়ারী

ছবি: সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন যে, জুলাই সনদ কীভাবে প্রয়োগ হবে তা স্পষ্ট না করেই সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা সংস্কার ও বিচার প্রক্রিয়াকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া এক অডিও বার্তায় তিনি বলেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী বাংলাদেশের নতুন শাসনতান্ত্রিক কাঠামো প্রবর্তনের পরিবর্তে সরকার পুরাতন ব্যবস্থার মধ্যে নির্বাচন আয়োজন করতে চাচ্ছে।

 

 

 

তিনি উল্লেখ করেন, জনগণ যে স্বপ্ন ও লক্ষ্যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে, সেই লক্ষ্য পূরণের দিক থেকে সরকার দিন দিন ম্যান্ডেট হারাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে গঠিত সরকারকে সংস্কার ও বিচার প্রক্রিয়ার স্পষ্ট রূপরেখা এবং নির্দিষ্ট তারিখ উপস্থাপন করেই নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত ছিল।

ছামিয়া

×