
ছবি: জনকণ্ঠ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার সেগুনবাগিচা অফিসে ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর একটি হোটেলে মাসিক ওয়ার্ড দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এবং ঢাকা সংসদীয় ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন।
তিনি বলেন, রাষ্ট্রের কাছে সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। অথচ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ লাগিয়ে নানা রকম অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে। যতই অপপ্রচার ও ষড়যন্ত্র করা হোক, দুনিয়াবি কোনো শক্তি প্রয়োগ করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না। কারণ জামায়াতে ইসলামীর প্রধান শক্তি সংগঠনের আদর্শ ও নৈতিকবান রুকন এবং কর্মীরা। যারা অন্যায় করে না, অন্যায়কে প্রশয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দেয়। ইসলামী সমাজ বিনির্মাণে তিনি উপস্থিত রুকন সদস্যদের অতীতের যেকোন সময়ের চেয়ে আরো বেশি তৎপর ও ত্যাগ স্বীকারের আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর জননেতা আহসান হাবীবের সভাপতিত্ব করেন।
বৈঠকটি পরিচালনা করেন, শাহবাগ পূর্ব থানা সেক্রেটারি মো: নুরুন্নবী রায়হান।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, থানা বায়তুলমাল সম্পাদক মো: কামরুজ্জামান সহ থানা শূরা ও কর্মপরিষদ এবং ওয়ার্ড দায়িত্বশীলগণ।
ছামিয়া