দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha

ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১

waltonbd
waltonbd
Sopno
Sopno
adbilive
adbilive
সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির বন্ধন গভীর

সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির বন্ধন গভীর

জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে এ কথা আবারও প্রমাণিত হয়েছে যে, তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। উগ্র-সাম্প্রদায়িকগোষ্ঠী স্বাধীনতাবিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানাতেই এই বিবৃতি দেওয়া হয়।

বেনজীরের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের বক্তব্য লোক দেখানো

বেনজীরের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের বক্তব্য লোক দেখানো

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য ‘লোক দেখানো’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম, বেনজীর চলে গেছে, হি লেফট দ্য কান্ট্রি’। মে মাসের ৪ তারিখে সপরিবারে চলে গেছে। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে গেছে, ফিক্সড অ্যাকাউন্টগুলো, সেখানে ৬০ কোটি টাকার মতো, যেটা পত্রিকায় এসেছে, হয়তো আরও বেশিও হতে পারে।

SomajVabna
কোহলির হাতে আইসিসির পুরস্কার

কোহলির হাতে আইসিসির পুরস্কার

বিশ্বকাপে মাঠে নামার আগেই বিরাট কোহলির হাতে দুই পুরস্কার! ব্যাট হাতে ২০২৩ সালটা অসাধারণই কেটেছে সুপার এই উইলোবাজের। ওয়ানডে সংস্করণে ব্যাটের ঔজ্জ্বল্য ছিল একটু বেশি। রানের ফোয়ারায় স্বীকৃতি হিসেবে এ ভারতীয় ব্যাটার নির্বাচিত হন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার। সুযোগ পান বর্ষসেরা ওয়ানডে দলেও। টি২০ বিশ্বকাপ খেলতে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে আছেন কোহলি। সেখানেই তাঁকে ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি এবং বর্ষসেরা দলের বিশেষ ক্যাপ তুলে দিয়েছে আইসিসি। সোমাবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কার তুলে দেওয়ার ছবিও পোস্ট করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।  টি২০ বিশ্বকাপের মধ্যে স্বীকৃতির পুরস্কার যেন কোহলির বাড়তি প্রেরণাও। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফেভারিট ভারত। তার আগে এই পুরস্কারে সুপার কোহলির সামনে ফিরে এল উজ্জ্বল ২০২৩। গত বছর ২৭ ওয়ানডে ম্যাচ খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ২৪ ইনিংসে। এর মধ্যেই ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরির সৌজন্যে করেছেন ১৩৭৭ রান।

কার দখলে যাবে দিল্লির মসনদ

কার দখলে যাবে দিল্লির মসনদ

বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক উৎসব অর্থাৎ ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রণ আগেই শেষ হয়েছে। প্রায় দেড়শ’কোটি ভারতবাসীসহ বিশ্বের নজর এখন আজকের ফলের দিকে। এই ফল প্রকাশ নিয়ে ভোট গণনা কেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দিল্লির মসনদ নরেন্দ্র মোদির দখলেই থাকবে, নাকি পরিবর্তন আসছে-তা জানতে উদগ্রীব সবাই। জনরায় যদি কট্টর হিন্দুত্ববাদী নেতা, ভারতীয় জনতা পার্টি বিজেপির নরেন্দ্র মোদির দিকেই যায় তাহলে প্রধানমন্ত্রী পদে তিনি হ্যাটট্রিক সুযোগ পাবেন। এক্ষেত্রে জওহরলাল নেহরুর পর তিনিই পর পর তিন দফা ভারতের প্রধানমন্ত্রী হওয়ার বিরল সম্মান অর্জন করবেন।

আরও দুই মামলায় অব্যাহতি পেলেন ইমরান

আরও দুই মামলায় অব্যাহতি পেলেন ইমরান

লং মার্চে ভাঙচুরের দুই মামলায় অব্যাহতি পেয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের অন্য শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেইশিও অব্যাহতি পেয়েছেন। রাজধানীর একটি ডিসট্রিক্ট ও সেশন কোর্ট  সোমবার এই রায় দিয়েছেন। ইমরান খান ও কুরেইশির দায়ের করা আবেদনের বিপরীতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এহতেশাম আলম তাদের অব্যাহতির অনুমোদন দেন। খবর জিও নিউজের। এর আগে এই মামলা থেকে পিটিআই নেতা আলি মোহাম্মদ খান ও মুরাদ সাইদকে খালাস দেওয়া হয়। সাবেক নেতা আসাদ উমরও অব্যাহতি পেয়েছেন। দেশটির গোলরা থানায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল। ১৪৪ ধারা লঙ্ঘনের দায়ে কোহসার ও করাচি কোম্পানি থানায় একই ধরনের মামলা থেকে ইমরান খান ও তার দলের অন্যান্য নেতাদের খালাসের পর এই রায় এলো।

ইরানের প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র দাখিল করলেন আহমদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র দাখিল করলেন আহমদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করলেন মাহমুদ আহমদিনেজাদ।  সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রবিবার তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ইরানের সাবেক এই কট্টরপন্থি প্রেসিডেন্ট।  মনোনয়ন দাখিলের পর আহমদিনেজাদ বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইরানের সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেবেন। খবর ইরনার।  ইরানে গত বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন শুরু হয়। সোমবার ছিল প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন। এরই মধ্যে সাবেক পরমাণু আলোচক সাইদ জালিলি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আলিরেজা জাকানি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি, সাবেক শীর্ষ ব্যাংকার ও প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদোলনাসের হেমতি এবং সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মাহদি ইসমাইলি মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিল করলেও আহমদিনেজাদকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হতে পারে। কারণ ইরানের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করেন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। ১১ জুন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এই কাউন্সিল।

নানা কৌশলেও লাগাম টানা যাচ্ছে না পণ্যমূল্যের

নানা কৌশলেও লাগাম টানা যাচ্ছে না পণ্যমূল্যের

নানা কৌশলেও লাগাম টানা যাচ্ছে না পণ্যমূল্যের। এর প্রভাব পড়ছে দেশের নি¤œ আয়ের জনগোষ্ঠীর ওপর। ফলে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে দুশ্চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। এপ্রিল মাসে মূল্যস্ফীতি কমলেও বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মে মাসে আবারও বেড়েছে খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি। গত মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। যা গত এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৭৬ শতাংশ। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মে মাসের মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের ভুল মুদ্রানীতি, সুদহার আর রাজনৈতিক সদিচ্ছার অভাবেই বাজার নিয়ন্ত্রণে আসছে না। বিবিএস প্রতিবেদনে বলা হয়, গত মাসে (মে মাস) দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

ড. ইউনূস প্রতারণার পাপের ফল ভোগ করছেন

ড. ইউনূস প্রতারণার পাপের ফল ভোগ করছেন

গ্রামীণ ব্যাংকের ১ কোটি ৫ লাখ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আখতার এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, সেই পাপের ফলাফল তিনি ভোগ করছেন। ড. ইউনূস অর্থলোভী। আমাদের কোনো কিছু বানোয়াট নয়। সোমবার সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা  ব্যারিস্টার মাসুদ আখতার। তিনি বলেন, মুহাম্মদ ইউনূস নিজের ও পারিবারিক কোনো সুবিধা নেননি। কিন্তু তিনি প্রিন্টিং প্রেসের জন্য তার প্রতিষ্ঠানকে শতকোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন এবং তা ৩০-৪০ শতাংশ বেশি দরে দিয়েছেন। তার এক জিএম এসবের প্রতিবাদ করেছেন, তাকে তিনি নির্যাতন করেছেন। গৃহবন্দি করেছেন।

১১ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির  

১১ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির  

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের ১১ লাখ ৯৫ হাজার ৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরের সরকারের বাজেটের তুলনায় ১ দশমিক ৫৭ গুণ বেশি। সোমবার রাজধানীর নিউ ইস্কাটনে অর্থনীতি সমিতির মিলনায়তনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বিকল্প বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক সভাপতি ড. আবুল বারাকাত ও ড. জামাল উদ্দিন। বিকল্প বাজেট প্রস্তাব তুলে ধরার আগে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশের অর্জন অনেক। ২০১০ সালের তুলনায় ২০২৪ সালে মাথাপিছু আয় বেড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, অন্যান্য অবকাঠামোগত উন্নয়নসহ গ্রামীণ জীবনের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ছাড়া মা ও শিশু মৃত্যুহার আগের তুলনায় কমেছে।   করোনা মহামারিকালে স্বাস্থ্য খাতের সাফল্য এবং ২০২২ সালে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এই সরকারের বড় অর্জন উল্লেখ করে তিনি বলেন, কিন্তু সাম্প্রতিককালে উচ্চ মূল্যস্ফীতি অর্জনকে ম্লান করে দিচ্ছে। এ ছাড়া ব্যাংকিং খাতের দুর্বলতা, খেলাপি ঋণ এবং দুষ্টু মানুষের অপতৎপরতার প্রভাব সামনে চলে এসেছে।