যুক্তরাজ্যের বাজারে এক ধরনের বিশেষ কফি বিক্রি হচ্ছে, যেটিকে বলা হচ্ছে দেশের 'সবচেয়ে গাঢ়' ও শক্তিশালী কফি। 'ডেথ কফি' নামে পরিচিত এই পণ্যে রয়েছে পাঁচটি খুলি চিহ্ন, ভয়ানক গাঢ় রোস্টের প্রতিশ্রুতি এবং স্বাদ বর্ণনায় লেখা—'ডার্ক চকোলেট, টোস্টেড বাদাম ও বিজয়'।