ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

কঠোর মুদ্রানীতি ধরে রাখতে পারে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৫০, ৩০ জুলাই ২০২৫

কঠোর মুদ্রানীতি ধরে রাখতে পারে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুদ্রাস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্বর) কঠোর বা সঙ্কোচনমূলক মুদ্রানীতির ধারা অব্যাহত রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত ‘মুদ্রানীতি পর্যালোচনা ২০২৪-২৫’ প্রতিবেদনে এমন আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পর্যালোচনায় বলা হয়েছে, এই কঠোর অবস্থানের ফলে নীতিগত সুদের হার ও বেসরকারি খাতে ঋণের প্রবাহে তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। নতুন মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণে রূপরেখা তুলে ধরা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের মুদ্রানীতি হবে ‘নিয়মরক্ষার মুদ্রানীতি’ যেখানে নীতিগত সুদহার ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ আগের মতোই অপরিবর্তিত থাকবে।
তারা বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। অন্যদিকে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না আসা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্যানেল হু

×