বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস যখন অর্থ, সাফল্য কিংবা জীবনধারার বিষয়ে কথা বলেন, তখন অনেকেই মনোযোগ দেন। কারণ তিনি শুধু ব্যবসায়িক সফলতা দিয়েই নয়, মানুষের আচরণ ও অভ্যাস সম্পর্কে গভীর পর্যবেক্ষণ দিয়েও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তার মতে, অর্থনৈতিক সংকটের পেছনে বড় কোনো দুর্ঘটনা নয়, বরং আমাদের দৈনন্দিন কিছু ছোট ছোট ভুলই অনেক সময় বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।