ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কলাপাড়ায় বিধ্বস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৩৫, ১২ জুলাই ২০২৫

কলাপাড়ায় বিধ্বস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় খানাখন্দে একাকার হওয়া চলাচলের অনুপযোগী একটি সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা মজিবর রহমান হাওলাদার। বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চৌরাস্তা থেকে লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার পর্যন্ত বিধ্বস্ত দশার সড়কটির ভোগান্তি লাঘবে তিনি এগিয়ে আসেন।

ভুক্তভোগী মানুষ তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে অতিদ্রুত এ রাস্তাটি পুরোপুরি সংষ্কারের জন্য এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।

জানা যায়, দীর্ঘ কয়েক বছর বছর ধরে এ সড়কটির সংষ্কার হয়নি। বড় বড় গর্ত এবং খানাখন্দে একাকার হয়ে গেছে। এর মধ্যে টানা বৃষ্টিতে আরও খারাপ হয়ে যায় সড়কটি। অন্তত দেড় কিলোমিটার দীর্ঘ বিধ্বস্ত দশার এ সড়কটি যান চলাচল উপযোগী নেই।

মানুষের ভোগান্তি লাঘবে বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান হাওলাদার নিজস্ব অর্থায়নে শুক্রবার স্থানীয়দের নিয়ে বড় বড় গর্তগুলো ভরাটের ব্যবস্থা করেন। তবে সড়কটি পুরোপুরি সংস্কার করা প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম জানান, এ রাস্তা দিয়ে যানবাহন চলতে গিয়ে অনেকই দুর্ঘটনা ঘটেছে। মজিবর রহমান হাওলাদার নিজ উদ্যোগে স্থানীয়দের নিয়ে সড়কের বিভিন্ন স্থানে মেরামত করেন। এতে ভোগান্তি অনেকটা কমেছে। তবে রাস্তাটি পূর্ণাঙ্গ মেরামতের জন্য উপজেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মজিবর রহমান হাওলাদার বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাগবের জন্য রাস্তাটি সংস্কার করেছেন।

এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. সাদেকুর রহমান গণমাধ্যমকে জানান, স্থানীয়ভাবে সড়কটি সংষ্কার করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। নতুন বরাদ্দ পেলে অতিদ্রুত এ সড়কটি পূর্ণাঙ্গভাবে সংষ্কার করা হবে।

মেজবাহউদ্দিন মাননু/রাকিব

×