ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১২ জুলাই ২০২৫

৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি

ছবি: সংগৃহীত

দেশে ক্রমাগত কমছে সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে, ২০২৫ সালের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতির হার নেমে এসেছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা গত ৩৫ মাস বা প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

একই সময়ে খাদ্যখাতেও মূল্যস্ফীতি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশে। এই হার ২০২২ সালের জুলাই মাসের (৭ দশমিক ৪৮ শতাংশ) পর সবচেয়ে কম। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।

সোমবার (৭ জুলাই) বিবিএস জুন মাসের মূল্যস্ফীতির এই তথ্য প্রকাশ করে।

এর আগের মাসগুলোতেও মূল্যস্ফীতির ধারাবাহিক হ্রাস লক্ষ্য করা গেছে। মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ, যা এপ্রিল মাসে কমে দাঁড়ায় ৯ দশমিক ১৭ শতাংশে। মে মাসে আরও কমে এটি হয় ৯ দশমিক ০৫ শতাংশ।

সরকার, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল, তবে সেটি অর্জন সম্ভব হয়নি। তবুও ভোক্তাদের জন্য স্বস্তির খবর হলো—দীর্ঘ সময় পর ৮ শতাংশের নিচে নামলো সার্বিক মূল্যস্ফীতির হার।

মুমু ২

×