বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের সম্পর্ক উন্নয়ন করার ঐকমত্য পোষণ করেছে ডেনমার্ক ও বাংলাদেশ। এছাড়া রাজনৈতিক সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, সবুজ অর্থনীতি ও ন্যায্য রূপান্তর, সমুদ্র বিষয়ক অর্থনীতি কাছে লাগানো, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, জনগণের সঙ্গে যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ের ওপর জোর দিয়েছে দুই দেশ।