ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

adbilive
adbilive
সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে পাবেন ডিভিশন

সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে পাবেন ডিভিশন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার  দুপুরে নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুই পক্ষের যুক্তি-তর্ক শুনে তার জামিন নামঞ্জুর করেন আদালত। সোমবার বিকেলে জামিন নামঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। সাবেক মেয়র ডা. আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন।  আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আইভী কখনো মাঠে নামেননি। তার বিরুদ্ধে সবগুলো মিথ্যা মামলা। তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে একটি মামলায় কাস্টডি দিয়েছে। বাকি মিথ্যা মামলাগুলো তো তাকে কাস্টডি ইস্যু করেনি। যাতে আমাদের জামিন চাওয়ার ব্যাপারে ব্যথ্যয় ঘটছে। আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এ মামলায় মূল আসামি হচ্ছেন শামীম ওসমান ও তার গংরা।

বিএসএফের ফেলে যাওয়া ৭৫ বাংলাদেশী ও  তিন ভারতীয়কে পুলিশে সোপর্দ

বিএসএফের ফেলে যাওয়া ৭৫ বাংলাদেশী ও  তিন ভারতীয়কে পুলিশে সোপর্দ

সুন্দরবনের মান্দারবাড়িয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রেখে যাওয়া ৭৫ বাংলাদেশী ও তিন ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ করা হয়েছে। কোস্টগার্ড রবিবার রাত সাড়ে  ১১টার দিকে তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর থানায় সোপর্দ করে। উদ্ধারকৃত বাংলাদেশীদের বাড়ি নড়াইল, খুলনা, যশোর ও বরিশাল জেলায়। তাদের অধিকাংশই দুই মাস থেকে ৩৭ বছর ধরে বিভিন্ন মেয়াদে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরে বসবাস করত। এদিকে দায়েরকৃত মামলার আসামিরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের খালিদ শেখের ছেলে আব্দুর রহমান (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মুন্না শাহের ছেলে হাসান শাহ (২০) ও একই গ্রামের সোহেল শেখের ছেলে সাইফুল শেখ (১৯)। এদের বাবা-মা বাংলাদেশী হলেও জন্ম ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ জেলার যথাক্রমে নেহেরীনগর, জোপারপাচ্চি ও ফুলবাড়িয়ায়।  কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএসএফের ‘পুশ ইন’ করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশী। অপর তিনজনের  পৈত্রিক বাড়ি বাংলাদেশে হলেও তাদের জন্ম ভারতে। সে কারণে ওই তিনজনের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে ররিবার রাতেই শ্যামনগর থানায় মামলা দায়ের করেছে।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা

বিগত সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারী যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ভুয়া সনদে চাকরি নিয়েছেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।  অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপও শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বাবা মো. লুৎফর রহমানের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেল। গত ২ ফেব্রুয়ারি ২৫ তারিখে হাইকোর্ট এক রুল জারি করে জানতে চেয়েছেন রিট আবেদনকারীর আবেদন নিষ্পত্তি না করে এবং পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মকর্তা/কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর বিধান অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে এবং কেন তা আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না এই মর্মে।

হুন্ডি কমে যাওয়ায় রেমিটেন্সের উত্থান

হুন্ডি কমে যাওয়ায় রেমিটেন্সের উত্থান

রেমিটেন্স আহরণে এখন পর্যন্ত ছন্দপতন ঘটেনি। উল্টো আগের চেয়ে তেজিভাব দেখা যাচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে। গেল তিন মাসে টানা প্রায় তিন বিলিয়নের কাছাকাছি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড গড়ল এই অর্থবছর। ধারণা করা হয়েছিল রমজান ও ঈদকে লক্ষ্য করেই রেমিটেন্স বেশি আসছে। আসলে এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।  বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২৫.২৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২ শতাংশ বেশি এবং দেশের ইতিহাসে অন্য যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।  এদিকে, মে মাসের প্রথম সাত দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। গত বছর মে মাসের প্রথম সাত দিনে ৬০ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। এর আগে, চলতি বছরের মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা মাসিক হিসাবে এ যাবৎকালে সর্বোচ্চ। এপ্রিলে মোট ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশে, যা দ্বিতীয় সর্বোচ্চ।