
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের সফরে ইসরায়েল থাকছে না তার গন্তব্যে—গাজার চলমান যুদ্ধের প্রেক্ষিতে ওই দেশ সফর থেকে বিরত থাকছেন তিনি।
হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় শান্তি আলোচনাও থমকে গেছে। এরই ধারাবাহিকতায় থেমে আছে ট্রাম্পের আরেক আলোচিত কূটনৈতিক লক্ষ্য—ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা 'আব্রাহাম অ্যাকর্ডস'।
সৌদি আরব বহুবার বলেছে, তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাত ও হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর প্রেক্ষিতে রিয়াদ তার অবস্থানে অনড় রয়েছে।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য কূটনীতি বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এসএফ