
ছবিঃ সংগৃহীত
কবি ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ এক টকশোতে বলেন, "বাংলাদেশ কখনও গোলাম আজমের ছিল না।" তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি এবং মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস থেকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার পেছনে শাহবাগ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শাহবাগ আন্দোলন প্রথমবার হয়নি; ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শাহবাগে প্রথম আন্দোলন গড়ে উঠেছিল, এবং বর্তমানে আবারও শাহবাগে নতুন আন্দোলন দেখা যাচ্ছে।
এহসান মাহমুদ বলেন, "এবার শাহবাগ আন্দোলনের আহ্বান করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, যিনি যমুনা থেকে পদযাত্রা করে শাহবাগে পৌঁছান। তবে এনসিপি দলীয়ভাবে এ আন্দোলনে কোনো আহ্বান ছিল না, পরবর্তীতে দলের সদস্যরা যোগ দেন।" তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের আমীর যে মন্তব্য করেছেন, তা কেন করেছেন এবং কেন শাহবাগে আওয়ামি লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিছু গোষ্ঠী জাতীয় সংগীত বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করছিল?
তিনি আরও বলেন, "রাজনীতি করতে হলে, সেটা যেকোনো দেশে হোক, সেই দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। জামায়াতের অতীত সম্পর্কে আমরা জানি, বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। জামায়াতের শীর্ষ নেতারা এখনও মনে করেন, ১৯৭১ সালের ঘটনা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা ছিল।"
এহসান মাহমুদ জামায়াতের ধর্মীয় ব্যবহার নিয়ে বলেন, "জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে। জামায়াতের আমীর যখন ফেসবুকে ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছেন, তখন সেটি ধর্মকে অবৈধভাবে ব্যবহার করার চেষ্টার মধ্যে পড়ে।" তিনি গোলাম আজমের কথা উল্লেখ করে বলেন, " গোলাম আজম স্পষ্ট বলেছেন যে তিনি নিজে কখনো দাবি করেন নাই যে তিনি বাংলাদেশী, তিনি নিজেকে পাকিস্তানি হিসেবে ভাবতে গর্ববোধ করতেন। গোলাম আজম কখনো বাংলাদেশী হতে চাননি, বরং পাকিস্তানকেই নিজের দেশ হিসেবে ভাবতেন।"
এছাড়া, তিনি বলেন, "আজকের জামায়াতের নেতারা যখন গোলাম আজমের বাংলাদেশ নিয়ে কথা বলেন, তখন তা অযৌক্তিক। মাহফুজ আলম, জামায়াতের তথ্যপদস্থ, ৭১ ইস্যুতে জামায়াতকে বিচারের আওতায় আনার দাবি করেছেন। তবে মানবতা বিরোধী অপরাধের বিচার হতে হলে, আওয়ামি লীগের ভূমিকা কী এবং জামায়াতের ভূমিকা কী—এ বিষয়ে আরও গভীর আলোচনা প্রয়োজন।"
এভাবে, এহসান মাহমুদ জামায়াতের রাজনীতি ও গোলাম আজমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশের ইতিহাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1CUo6fQYC3/
মারিয়া