ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চমকে দিলেন তাহসান রোজা দম্পতি

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ১২ মে ২০২৫

চমকে দিলেন তাহসান রোজা দম্পতি

তাহসান খান ও রোজা আহমেদ

এক দিকে নিজের কাজ সংগীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান, তেমনি ভøগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ। তবে এই দাম্পত্যে সুখের হাওয়া বইছে, তা আর বলার বাকি রাখে না। তাই তো সুযোগ পেলেই কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। প্রায়ই ছুটি ছাটায় ঘুরতে  বেরিয়ে পড়েন তাহসান ও রোজা।

মাস দুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে। সেখানে তাদের আদুরে মুহূর্ত মন কাড়ে দর্শকের। বলা বাহুল্য, তাহসান-রোজা এক হলেই যেন তাদের ভালোবাসার গভীরতা ফুটে ওঠে। এই দম্পতির তেমনই এক আবেগঘন মুহূর্তের দেখা মিলল আবার।
এবার নতুন করে সকলকে চমকে দিলেন তাহসান-রোজা দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা।

শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন।  রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর।

×