ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আদালত গোলাম আজমকে একজন বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে: আব্দুল মান্নান

প্রকাশিত: ০২:০৮, ১৩ মে ২০২৫; আপডেট: ০২:০৯, ১৩ মে ২০২৫

আদালত গোলাম আজমকে একজন বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে: আব্দুল মান্নান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আদালত অধ্যাপক গোলাম আজমকে বাংলাদেশের একজন বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায়কে কেন্দ্র করে আবেগপ্রবণ কোনো কর্মীর পক্ষ থেকে নেতার পক্ষে স্লোগান দেওয়া অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো কর্মী যদি গোলাম আজম সাহেবের কোরআনচর্চা, সাহিত্য পাঠের মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা অনুভব করেন, তবে সেই আবেগ থেকেই তিনি কিছু বলতেই পারেন। কারণ তিনি বিশ্বাস করেন, গোলাম আজম বাংলাদেশকে মেনে নিয়েই এখানে রাজনীতি করেছেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে তিনি এই দেশকে আপন করে নিয়েছেন।

তিনি আরও বলেন, যারা শাহজালাল, শাহ মাখদুম, শাহ পরান ও খানজাহান আলীর ইতিহাস ধারণ করেন, যারা ইসলামের ঐতিহ্যে বিশ্বাসী, তারা এই ভূমিতে গোলাম আজমের রাজনৈতিক ভূমিকা অস্বীকার করতে পারেন না।

আলোচনায় আওয়ামী লীগের প্রসঙ্গে এসে ড. আব্দুল মান্নান দাবি করেন, আওয়ামী লীগ দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে, বিচার বিভাগকে কুক্ষিগত করেছে, গুম-খুনে জড়িত, পিলখানা ও শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত একটি দলকে নিষিদ্ধ করাই সময়ের দাবি।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এখনো অনেক মানুষের প্রত্যাশা। আদালতের মাধ্যমে সংগঠন হিসেবে এই দলকে নিষিদ্ধ করার দাবি এখনো বহাল আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে এই প্রক্রিয়াকে সম্পূর্ণ সমর্থন করে।

এসএফ

×