ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ রাজপথে আসলে বা গোপন মিটিং করলে এনসিপি প্রতিহত করবে

প্রকাশিত: ০০:২৪, ১৩ মে ২০২৫

আওয়ামী লীগ রাজপথে আসলে বা গোপন মিটিং করলে এনসিপি প্রতিহত করবে

ছ‌বি: সংগৃহীত

আওয়ামী লীগ রাজপথে নামলে কিংবা গোপনে কোনো রাজনৈতিক মিটিং করতে চাইলে তা যেকোনোভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "যেখানে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা পাওয়া যাবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।"

তিনি জানান, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে দলটির বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে। সরকার সম্প্রতি একটি পরিপত্র জারি করে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। এনসিপি এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে স্বাগত জানালেও দলটির বিরুদ্ধে দৃশ্যমান বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি বলে উদ্বেগ প্রকাশ করে।

আখতার হোসেন বলেন, "আওয়ামী লীগ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত একটি ফ্যাসিবাদী দল। আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছি, তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন করতে হবে। বর্তমানে ট্রাইব্যুনালের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

সরকার সম্প্রতি 'জুলাই ঘোষণাপত্র' প্রণয়নের জন্য ৩০ কার্যদিবস সময় চেয়েছে। এনসিপি এ বিষয়ে সতর্ক করে বলেছে, ৩০ কার্যদিবসের পর একদিনও দেরি করলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে। আখতার হোসেন বলেন, "আমরা বারবার বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।"

তিনি আরও বলেন, "শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই চলবে না, সংবিধানে এখনো যেসব ফ্যাসিবাদী উপাদান রয়েছে, সেগুলো বিলুপ্ত করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ভারসাম্যপূর্ণ সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশকে ভবিষ্যতের ফ্যাসিবাদ থেকে রক্ষা করা সম্ভব।"

আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান যেন নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে ঐকমত্যে পৌঁছায় এবং জনগণের ভাষায় কথা বলে। তিনি বলেন, “আওয়ামী লীগ আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে না। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দেশের উন্নয়নে ব্যয় করতে হবে।”

এনসিপি নেতা উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আন্দোলনে যারা পাশে থেকেছেন, সমর্থন জানিয়েছেন, তাদের সকলকে সাধুবাদ জানাই। আমাদের লক্ষ্য— একটি ফ্যাসিবাদমুক্ত, নতুন সংবিধানভিত্তিক বাংলাদেশ।”

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=o6iojGRjb0I

এম.কে.

×