
ছবি: সংগৃহীত
ছোটবেলা থেকেই, যখন আমার বয়স ছিল মাত্র পাঁচ, তখন থেকেই পাখি পালি। এরপর আর কখনোই পাখি ছাড়া থাকতে পারিনি। পাখির সাথেই খেলি, কথা বলি। মনে হয়, পাখির সঙ্গে আমার আত্মার এক গভীর সংযোগ আছে বলে জানান পারশা মাহজাবীন পূর্ণী।
এক সাক্ষাৎকারে এমনই ভালোবাসার কথা জানান পারশা মাহজাবীন পূর্ণী।
তিনি আরো বলেন, এখন আমার একটি প্রিয় পাখি আছে, যাকে আমি সন্তানের মতো আদরে-যত্নে পালন করি—যেমন করে কেউ তার 'বাবুকে' ভালোবাসে।
এসএফ