ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ১২ মে ২০২৫

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

ফেরদৌস আরা

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর বসছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৯ মে। এ আসরে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। ফেরদৌস আরা বলেন, দীর্ঘ সংগীত যাত্রায় এই সম্মাননা পাওয়াটা আমার জন্য গৌরবের। একই সঙ্গে আগামীদিনের কাজের অনুপ্রেরণা। 
তিনি বলেন, গলার অবস্থা ভালো আছে। তার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এই সম্মাননা আমাকে আরও খানিকটা এগিয়ে দিল, আরও উজ্জীবিত করল। নতুন প্রজন্মকে নিয়ে সারাজীবন কাজ করার ইচ্ছা ছিল। এই সম্মাননা সেই কাজকে আরও  বেগবান করবে বলে মনে হয়।

তিনি বলেন, অনেক প্রতিযোগিতা ও প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে তরুণরা অংশ নিচ্ছে। আগে পরিবারগুলো অনেক সময় ছেলে-মেয়েদের প্রতিভার প্রতি উদাসীন থাকত, এখন সেটা বদলেছে। প্রত্যন্ত অঞ্চল  থেকেও এখন তরুণরা নজরুলগীতি চর্চা করছে। এটা আশাব্যঞ্জক। নতুন গান নিয়ে এই শিল্পী বলেন, নজরুলের গানের তো বিশাল সম্ভার। 
আমি নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমার পরিবেশনায় সেসব গানের প্রাধান্য থাকে যেগুলো নজরুলের  লেখা ও সুর করা, যা পাওয়া  গেছে নতুন করে বা সম্প্রতি। সেগুলো নতুন করে গাওয়ার চেষ্টা করি। সামনে আনার  চেষ্টা করি। অনেক গানের সুর অন্যরা অন্যরকমভাবে গাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি আদি রেকর্ড  থেকে প্রমিত সুরে, শুদ্ধ বাণীতে সেই গান করছি। যার জন্য নতুনত্ব থাকে।
এবারের আসরে ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

×