ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চিরকুটের নতুন অ্যালবাম

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৯, ১২ মে ২০২৫

চিরকুটের নতুন অ্যালবাম

জনপ্রিয় ব্যান্ড চিরকুট

দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। অনেক চড়াই-উতরাই পেরিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করছে দলটি। প্রায় আট বছর পর এসেছে তাদের চতুর্থ অ্যালবাম। এর নাম রাখা হয়েছে ‘ভালোবাসাসমগ্র’। অ্যালবামটি প্রকাশ পেয়েছে ‘দামি’ নামের গানের ভিডিও প্রকাশের মাধ্যমে। এটি প্রকাশ হয়েছে চিরকুটের ইউটিউব চ্যানেলে। এর আগে চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ এসেছিল ২০১০ সালে।

এর পর ‘জাদুর শহর’ ২০১৩ ও ‘উধাও’ প্রকাশ হয় ২০১৭ সালে। মোট ১০টি গান থাকবে নতুন অ্যালবামে। গানগুলো হচ্ছে ‘দামি’, ‘উত্তরে ভালো না’, ‘ডাক’, ‘আগুন’, ‘হিয়া’, ‘মন কেন দিলে না’, ‘অসুখ সেরে যায়’, ‘ভালোবাসি তোমায়’, ‘দরদি’ ও ‘দিন যায়’। দলপ্রধান শারমিন সুলতানা সুমি বলেন, আমরা অ্যালবামের তিনটি গান মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ করব। বাকি গান লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ হবে। সবই একসঙ্গেই আসবে। প্রথমে ঘোষণা দেওয়া হয়েছিল অ্যালবামের নাম হবে ‘পেন্ডুলাম’। তবে পরে বদলে ‘ভালোবাসাসমগ্র’ রাখা হয়। 
দীর্ঘদিন ধরেই সদস্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। প্রথমে এই দল থেকে বেরিয়ে যান পিন্টু ঘোষ। দুই বছর আগে দল ছাড়েন গিটারিস্ট ইমন চৌধুরী। তার পরের বছর সরে দাঁড়ান জাহিদ নীরব। ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগী হন। এতসব পরিবর্তনের পরও থেমে থাকেনি চিরকুট। শারমিন সুলতানা সুমির নেতৃত্বে নতুন সদস্যরা দলে ভিড়েছেন। তাদের নিয়ে এগিয়ে চলছে ব্যান্ডটি।

×