ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ০০:৩৮, ১৩ মে ২০২৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

ছবিঃ জনকণ্ঠ

মুকসুদপুরের বাটিকামারী বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকানিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার (১২ মে) বিকালে মুকসুদপুরের বাটিকামারী বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানি মোঃ রাজুকে অর্থিক সহায়তা তুলে দেন গোপালগঞ্জ ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। 

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল ওয়াহাব, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলী আকবর, বাটিকামারী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওঃ মোঃ আঃরাজ্জাক, লোহাইড় ফাজিল মাদ্রাসার আরবী শিক্ষক মাওঃ মোঃ রবিউল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

ইমরান

×