
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত ও দলীয় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
মমতাজকে গ্রেফতারের পর সাংবাদিক মোস্তফা ফিরোজ তার নিজের ‘ভয়েস বাংলা’ নামের ইউটিউব চ্যানেলে ‘অনেকদিন লুকোচুরির পর ধরা খেলেন মমতাজ’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন।
সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতারের খবরটিকে তিনি ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলেন, ‘বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন, লুকিয়ে ছিলেন, এখানে-ওখানে ছিলেন। তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন। শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হল।’
সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, ‘আওয়ামী দোসর হিসেবে তাকে গ্রেফতার করা একদিক থেকে সঠিক, আবার আরেকদিক থেকে দুর্ভাগ্য এই যে, মমতাজকে কোকিলকণ্ঠী বলা হতো, সেই কোকিলকন্ঠী মমতাজ এখন স্বৈরাচারের দোসর হিসেবে গ্রেফতার। একসময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষবেলায় নাই হয়ে গেল। কোথায় গান, কোথায় শিল্প।’
মমতাজকে ডিবি অফিসে নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘জানি না, কালকে আদালতে হাজির করার পর তিনি কারাগারে ঢুকবেন নাকি জামিনের বাইরে থাকবেন, তা পরিষ্কার না। তবে এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কারাগারে থাকার সম্ভাবনাই বেশি।’
সূত্র: https://www.youtube.com/watch?v=QJeTmfbligw
রাকিব