ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

৮৭ ঘণ্টার যুদ্ধে ভারতের ক্ষতি পাকিস্তানের তুলনায় ২২ গুণ বেশি

প্রকাশিত: ০৫:২৫, ১৩ মে ২০২৫

৮৭ ঘণ্টার যুদ্ধে ভারতের ক্ষতি পাকিস্তানের তুলনায় ২২ গুণ বেশি

ছবি: প্রতীকী

৮৭ ঘণ্টা স্থায়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে এই সংঘাতের ইতি ঘটলেও, এতে যে আর্থিক ও সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা দুই দেশকেই কাঁপিয়ে দিয়েছে। তবে এ যুদ্ধে পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষতি ছিল প্রায় ২২ গুণ বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ এবং আকাশপথ। এই স্বল্পমেয়াদি যুদ্ধের আর্থিক মূল্য প্রতিঘণ্টায় গড়ে এক বিলিয়ন ডলার ক্ষতির সমান। এতে প্রমাণ মেলে আধুনিক যুগে যুদ্ধ কতটা ভয়াবহ ও বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে।

ভারতীয় সামরিক বাহিনী যুদ্ধকালীন সময় প্রতিদিন প্রায় ১০০টি যুদ্ধাভিযান চালায়, যেখানে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান। প্রতিটি অভিযানের গড় ব্যয় ছিল প্রায় ৮০ হাজার ডলার। ড্রোন অভিযানের ক্ষেত্রে তাদের দৈনিক ব্যয় ছিল ১০ কোটি ডলার। এছাড়া ব্রাহ্মোস ও প্রলয় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের প্রচুর ব্যয় হয়। শুধু যুদ্ধ পরিচালনার খরচ নয়, সেনাবাহিনী, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা এবং নৌবাহিনীর প্রস্তুতি বজায় রাখতে প্রতিদিন ভারতের ব্যয় হয় ১১ কোটি ডলারের বেশি।

এই সামরিক খরচ ছাড়াও যুদ্ধ ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। নিফটি ৫০ এবং বিএসই সেনসেক্স স্টক সূচক মিলে প্রায় ৮২ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালাইজেশন হারায়। যুদ্ধের সময় উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার লোকসান হয় বাণিজ্যিক বিমানে। আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) স্থগিত হওয়ায় সম্প্রচার, বিজ্ঞাপন ও টিকিট বিক্রি বাবদ ক্ষতি হয় আরও প্রায় ৫০ মিলিয়ন ডলার। বিনিয়োগকারীদের আস্থা হারানো, বৈদেশিক বিনিয়োগ হ্রাস ও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ায় মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে একই সময়ে পাকিস্তানের কেএসই-১০০ সূচক ৪ দশমিক ১ শতাংশ কমে যাওয়ায় প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার হারায়। পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হওয়ায় ১০ মিলিয়ন ডলারের ক্ষতি হয় সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে। আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে ২০ মিলিয়ন ডলার লোকসান হয়।

সামরিক অভিযানে দৈনিক ২৫ মিলিয়ন ডলার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে (বেরাখটার এবং রাদ এএলসিএম) খরচ হয় ৩০০ মিলিয়ন ডলার। বিনিয়োগ আস্থা কমে গেলেও তা পরিমাপ করা যায়নি। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় চার বিলিয়ন ডলার। সেই হিসাবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় ২২ গুণ বেশি।

রাকিব

×